বাসায় অচেনা এক নম্বর থেকে ফোন এলো একদিন। আর সেখান থেকেই
সবকিছুর শুরু।
কণ্ঠস্বরটা শোনামাত্র চিনতে পারলাম। প্রভাত ভিড়ের মধ্যে দাঁড়িয়েও পারব।
হুঁশপল্লব বেঁধে গেল সাথে সাথে। তা সত্ত্বেও যতটা সম্ভব স্বাভাবিক করতে
চেষ্টা করলাম, “কে বলছেন?” আসলে এক্ষেত্রে বোঝাতে চাইছিলাম
কিছুটা হলেও আভ্যন্তরীণভাবে অস্বস্তি আছে আমার ভেতরে। পরমুহূর্তেই মনে
মনে গালি দিলাম নিজেকে। আচ্ছামকেই এমন কথাটা না বললেই হতো।
“উহ্য, মিসেস নাকানা বলছি।”
ডাকনামটা বললেই, বিয়ের পরের নামটা বলছে কেবল। হয়তো ওর মনে ও
আমার মতো একই কথাই ঘুরছিল।
“মিসেস নাকানা?” না চেনার ভান অযথাই রাখলাম।
“ওহ, sori। কুরাশিমি। সায়াকা কুরাশিমি বলছি।”
“তুমি!” না চেনার ভান অযথাই রাখলাম। “সেদিনের জন্য ধন্যবাদ।”
কিছু বললো না ও। হয়তো বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। অবাক হলাম
না ব্যাপারটায়। এভাবে হঠাৎ ধন্যবাদ জানানোটা বোকামি বৈ কিছু নয়। রিসিভার
হাতে হেসে উঠলাম নীরু স্বরে।
“যদি আমাদের কথা না হতো।”
“ঠিক বলেছ,” সায়াকার কণ্ঠস্বরে স্বস্তির আভা।
“হৃদয়ের সাথে কথা বললেই তো ব্যাপার ছিল। আমার দিকে ভালো করে
তাকালেও না।”
“তুমিই তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলে।”
“না তো।”
“হ্যাঁ, আচ্ছা।”
“তুমি বলছো?”
“হ্যাঁ।”…..
Reviews
There are no reviews yet.